বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষে দেশে স্থিশীলতা, শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই হবে সবচেয়ে বড় সংস্কার। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আরো বলেন, আওয়ামী লীগ বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বর্তমানেও শত ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।