Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রান্সফরমারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু ও দুইজন আহত হওয়ার ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) দুই প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগ। প্রাথমিক তদন্তে তাদের অবহেলার প্রমাণ মেলায় এই ব্যবস্থা নেওয়া হয় বলে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী জানিয়েছেন।

ডিপিডিসির সূত্র জানায়, বরখাস্ত দুই প্রকৌশলীকে সিদ্ধিরগঞ্জ অফিস থেকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং ডেমরা অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিদ্ধিরগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অমিত অধিকারীর নেতৃত্বে ওই অফিসে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়ম চলছিল।

গত ২৬ নভেম্বর আদমজী এলাকায় ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণের সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হয়ে শ্রমিক নজরুল ইসলাম মারা যান। ডিপিডিসি তিনটি তদন্ত কমিটি গঠন করলেও এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি, যা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছে।

Card image

Related Threads

logo
No data found yet!