বুধবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি। আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ হতে পারে রোডম্যাপ। এদিকে, যুক্তরাষ্ট্রের রাজধানীসহ তিন অঙ্গরাজ্য নিউইয়র্ক, মিয়ামি এবং লস এঞ্জলেস এনআইডি কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবী ও আপত্তির শুনানি শেষ হয়েছে। শুনানিতে সিইসি, অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির সচিবসহ দাবি-আপত্তি উত্থাপনকারীরা অংশ নিয়েছেন। পাঁচ অঞ্চলের ১৮টি সংসদীয় আসনের ২৬২টি দাবি-আপত্তির শুনানি করেছে নির্বাচন কমিশন। শেষদিনের শুনানিতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের আসনগুলোর শুনানি হয়েছে।