চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, তারা বুধবারের বৈঠকে অংশগ্রহণ করার বিষয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। এর আগে মঙ্গলবার বৈঠকে অংশগ্রহণ না করার কোনো কারণ জানাতে চায়নি জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।