সুনামগঞ্জের দোয়ারাবাজারের মোকামছড়া সীমান্তে খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম কুটি মিয়া (৫০)। বৃহস্পতিবার দুপুরে সীমান্ত থেকে ৭ কিলোমিটার ভেতরে মেঘালয় রাজ্যের শিলং জেলার মোশাররম থানার নথরাই পুঞ্জিতে এ ঘটনা ঘটে। তবে নিরাপদে পালিয়ে এসেছে একই গ্রামের ৬ জন। তারা হলেন- আইয়ুব আলীর ছেলে হানিফ মিয়া (৩০), মৃত এরাবুল্লাহ’র ছেলে আকবর আলী (৩১), জরিফ উদ্দিন (৪৫), অজুদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫), ময়না মিয়ার ছেলে ইসহাক মিয়া (৫০), মৃত চাঁন মিয়ার ছেলে সোনা মিয়া (৫৫)। বিজিবি ও পুলিশের দাবি, সুপারি চুরি করতে গিয়েছিল তারা।