Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও চিকিৎসকদের অনুপস্থিতির কারণে ছয় মাসেরও বেশি সময় ধরে সিজার অপারেশন বন্ধ রয়েছে। প্রায় দেড় লাখ মানুষের সেবা প্রদানকারী ৫০ শয্যার এই হাসপাতালে অনুমোদিত ১৯টি জুনিয়র কনসালটেন্ট পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১০ জন। গাইনি কনসালটেন্ট ডা. সাবরিনা মেহেরসহ কয়েকজন চিকিৎসক বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জুন মাস থেকে কোনো সিজার অপারেশন হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতালের অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মেডিসিন, অর্থোপেডিক, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন, ইএমও ও আইএমওসহ সাতটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় মাত্র কয়েকজন কর্মকর্তা দিয়ে হাসপাতালের কার্যক্রম চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ডা. সাবরিনা মেহেরের বেতন বন্ধ রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঢাকা–খুলনা মহাসড়কের পাশে অবস্থিত এই হাসপাতালে দুর্ঘটনাকবলিত রোগীদের চিকিৎসা দিতে না পারায় অনেককে রাজবাড়ী বা ফরিদপুরে পাঠাতে হচ্ছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আসন্ন ৪৮তম বিসিএসের মাধ্যমে নতুন নিয়োগ এলে সংকট কিছুটা কমতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!