প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমলে নিয়োগপ্রাপ্ত প্রায় ৩০ জন রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিককে প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এসব রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে তাদের মেয়াদ ২০২৬ সালের জানুয়ারিতে শেষ হবে। এই পদক্ষেপ মূলত রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে নেওয়া হয়েছে এবং তাদের স্থলে ট্রাম্পের নীতির প্রতি অনুগত ব্যক্তিদের নিয়োগের পরিকল্পনা চলছে।
যদিও পররাষ্ট্র দপ্তর একে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখছে, সমালোচকরা বলছেন এটি মার্কিন কূটনীতিকে আরও রাজনৈতিক করে তুলছে। আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন এই পদক্ষেপকে ‘অত্যন্ত অনিয়মিত’ বলে মন্তব্য করেছে এবং সতর্ক করেছে যে এটি বিদেশে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করতে পারে। আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতরা এই প্রত্যাহারের তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই এই পদক্ষেপ তার প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারের ইঙ্গিত দেয়। নতুন নিয়োগপ্রাপ্তদের নাম আগামী বছরের শুরুতে ঘোষণা করা হতে পারে।