গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পাট ও প্লাস্টিকের বস্তার গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুদামগুলোর সব পাট ও প্লাস্টিকের বস্তা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তদন্ত চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।