Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদী দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে বাদ জুমা বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় মো. রাসেল মোল্লা (২৮) নামে একজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। জানা গেছে, উঁচু করে কবর করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এর আগে জেলা জামায়াত আমির স্বাভাবিকভাবে কবরস্থ করার অনুরোধ করেছিলেন। এদিকে রাজশাহীর পবায় আরেক মাজার ভাঙচুর করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, নেতৃত্ব দেন বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা। জানতে চাইলে বিএনপি নেতা গোলাম মোস্তফা বলেন, আমাকে গত রাতে থানায় ডেকেছিল। সে জন্য গিয়েছিলাম। কিন্তু হামলার সময় আমি ছিলাম না। পরে এমন ঘটনার কথা শুনেছি।

Card image

Related Threads

logo
No data found yet!