চলতি অর্থবছরের শুরুতে দেশের গুদামগুলোতে চাল ও গম মিলিয়ে মোট ১৭.৬৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত অর্থবছরের শুরুতে মোট মজুত ছিল ১৪.৭৩ লাখ টন। নতুন অর্থবছরে চালের মজুত বেড়ে হয়েছে ১৫.৪১ লাখ টন, তবে গমের মজুত কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ টনে, কারণ বিতরণ ছিল সংগ্রহের চেয়ে বেশি।