আগামী মাসের যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম। দেশে যেহেতু তার সঙ্গে দেখা হয়নি, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল। নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। ডা. শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া এখন কিছুটা সুস্থ আছেন। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।