রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), যার প্রধান কারণ নার্সারি পুকুরের সংকট। ২০১৭ সাল থেকে চালু মারিশ্যাচর হ্যাচারির বার্ষিক লক্ষ্যমাত্রা ১০০ কেজি রেণু এবং ১০০ টন পোনা হলেও উৎপাদন হয়েছে প্রায় ৭০ কেজি ও ৬০-৭০ টন। বিএফডিসি ব্যক্তি পর্যায় থেকে পুকুর ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামীতে পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেছে।