Web Analytics

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে আবারও ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করে আগেভাগে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

তারেক রহমান বলেন, প্রবাসীদের জন্য পাঠানো ব্যালট পেপার একটি দল দখল করেছে এবং দেশের ভেতরেও একই ধরনের ষড়যন্ত্র চলছে। তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন। তিনি আরও জানান, সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামেলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন মুশফিকুর রহমান, জোনায়েদ সাকি ও জুনায়েদ আল হাবীব।

Card image

Related Threads

logo
No data found yet!