বুধবার সকালে গাজীপুর জজ আদালত চত্বরে জামিন পাওয়া দুই আসামিকে মারধর করে অপহরণের চেষ্টা চালিয়েছে বাদীপক্ষ। এ সময় নারী-পুরুষসহ ১৩ আসামিকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত আইনজীবী ও জনতা পদক্ষেপ নিয়ে দুজনকে উদ্ধার করলে বাদীপক্ষ পালিয়ে যায়। ভুক্তভোগী দুই জামিনপ্রাপ্ত আসামি হলেন- মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়া (৪০)। এ ঘটনায় মামলার বাদী এসএম নাজমুল হক অপহরণ ও আক্রমণের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। সিসিটিভি ফুটেজ বলছে, পুলিশ দাঁড়িয়ে থেকেও ব্যবস্থা নেয়নি।