Web Analytics

গুম বিষয়ক তদন্ত কমিশনের এক বছর পূর্তিতে ফোর্টিফাই রাইটস এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার নৃশংস শাসনামলে সংঘটিত সব গুমের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবার ও বেঁচে থাকা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। বিবৃতিতে সংগঠনটির পরিচালক জন কুইনলি বলেন, গুম ছিল হাসিনার স্বৈরশাসনের অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে আর কখনো এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। কমিশনের প্রথম বছরে দায়বদ্ধতা নিশ্চিতকরণে কিছু অগ্রগতি হলেও সরকারকে আরও এগিয়ে আসতে হবে। গুম থেকে বেঁচে ফেরা ১০ ব্যক্তি, ভুক্তভোগীর স্বজন এবং একজন আইনজীবীর সাক্ষাৎকার নিয়েছে ফোর্টিফাই রাইটস। দুজন ভুক্তভোগী জানান, তারা ‘আয়নাঘর’ নামে কুখ্যাত গোপন আটককেন্দ্রে বন্দি ছিলেন এবং হাসিনার পতনের পর মুক্তি পান। গুম হওয়া অনেকেই প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন, বিশেষ করে বিএনপি ও জামায়াতের। উল্লেখ্য, ইতোমধ্যে কমিশন ১৮ শতাধিক গুমের মামলা গ্রহণ করেছে এবং শত শত মানুষের এখনো নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!