কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসায় লাল কালিতে লেখা একটি চিরকুটে হত্যার হুমকি পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় চিরকুটটি দেখতে পান। এতে আতঙ্কিত হয়ে শাহ আলম রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শাহ আলম স্থানীয়ভাবে ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন এবং সরকারি কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শাহ আলম জানান, তিনি কুড়িগ্রামে ইজতেমায় যাওয়ার পথে স্ত্রীর কাছ থেকে খবর পেয়ে বাড়ি ফিরে আসেন এবং থানায় জিডি করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধের সঙ্গে সম্পর্কিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।