Web Analytics

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ১৫ ডিসেম্বর এক সরকারি অনুষ্ঠানে এক মুসলিম নারী চিকিৎসকের হিজাব টেনে নামানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ঘটনাটির ভিডিও প্রকাশের পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা ও পদত্যাগ দাবি করেছে। ঘটনাটি ঘটেছিল আয়ুষ বিভাগের এক চিকিৎসককে নিয়োগপত্র দেওয়ার সময়।

কংগ্রেস, পিডিপি ও ন্যাশনাল কনফারেন্সসহ বিভিন্ন দলের নেতারা এই আচরণকে ব্যক্তিগত মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ঘটনাটিকে “স্তম্ভিতকর” বলে উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, এটি কি বয়সজনিত সমস্যা নাকি মুসলিমদের অপমানের স্বাভাবিকীকরণের অংশ। ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা রুহুল্লাহ ও মুখপাত্র ইমরান নবি দার বলেন, একজন সাংবিধানিক পদধারীর এমন আচরণ অগ্রহণযোগ্য।

ঘটনাটি বিহার ও জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই বিতর্ক নিতীশ কুমারের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে এবং রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!