ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন- নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য ‘মঙ্গল কামনা করে’। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরোনো এই সম্পর্ক জনমুখী। জয়শঙ্কর বলেন, ‘ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না।’ আরো বলেন, 'আমাদের বিমসটেকের বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হলো- ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সঙ্গে জনগণের সংযোগ, সম্ভবত অন্য যেকোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি। এবং এটিই আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।' তিনি বলেন, ‘গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবেন।’