অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বুধবার পদত্যাগের পর বৃহস্পতিবার একই পদে পুনরায় নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
অধ্যাপক সায়েদুর রহমান জানান, চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি পদত্যাগ করেছিলেন। পুনরায় একই পদে দায়িত্ব পেয়ে তিনি আগের কাজই চালিয়ে যাবেন বলে জানান এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। বুধবার সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে এটি তার চাকরিজীবনের শেষ দিন এবং অবসর গ্রহণের জন্য তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
গত নভেম্বর থেকে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। পুনরায় নিয়োগের ফলে মন্ত্রণালয়ের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে।