Web Analytics

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নেবে, তবে ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

তৌহিদ হোসেন জানান, ভারত বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো দল বা দর্শকদের নিরাপত্তা নিয়েও নিশ্চয়তা পাওয়া যায় না। এ কারণেই বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানায় যে, তারা ভারতে দল পাঠাবে না এবং শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি জানায়।

Card image

Related Threads

logo
No data found yet!