বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ২০২৬ সালের আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের তীব্র সমালোচনা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করছিল, যার পরিপ্রেক্ষিতে ভারত সরকার বিসিসিআইকে নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তাদের দলে থাকা বাংলাদেশের এই তারকা পেসারকে বাদ দেয়।
তাবিথ আউয়াল বলেন, প্রতিভার ভিত্তিতে নির্বাচিত একজন খেলোয়াড়কে রাজনৈতিক চাপে বাদ দেওয়া অত্যন্ত হতাশাজনক। তিনি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইকে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান এবং এটিকে একজন বিশ্বমানের ক্রীড়াবিদের প্রতি অবিচার ও অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। তাবিথ মনে করিয়ে দেন, অতীতে খেলাধুলা যুদ্ধ ও বিভেদ থামাতে ভূমিকা রেখেছে এবং এটি মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তি রাখে।
তিনি শেষে মোস্তাফিজকে সাহস জোগান এবং বলেন, পুরো জাতি তার পাশে রয়েছে, তাকে মনোবল শক্ত রাখার আহ্বান জানান।