Web Analytics

সিলেটের জৈন্তাপুর উপজেলার সুরইঘাট সীমান্তে বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযানে গেলে এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, চোরাইপণ্যবাহী একটি পিকআপ আটক করার সময় একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় অস্ত্র, বল্লম ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় বাধ্য হয়ে তারা ৪–৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে এক বিজিবি সদস্য গুরুতর আহত হন। আহত সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম আলমাস মিয়া (৩৫), তিনি জৈন্তাপুরের নয়াখেল গ্রামের বাসিন্দা। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।