উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ, নীরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্তও হয়েছে। সম্মাননা প্রদানের পদ্ধতি শিগগিরই নির্ধারণ করা হবে।