গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ বাস দুর্ঘটনায় চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার সকাল ১১টার দিকে হিরোন্নকান্দি এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটি ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনকে পিছন থেকে ধাক্কা দেয়, এতে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে দুজন মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।