গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আশরাফ আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। নিহত আশরাফ আলী জামালপুর সদর উপজেলার কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তাবলীগ জামাত বাংলাদেশ শুরা নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আশরাফ আলী সাথীদের সঙ্গে নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন। ভোরে সাড়া না পেয়ে সাথীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চলমান জোড় ইজতেমায় এ নিয়ে তিনজন মুসল্লির মৃত্যু হলো। আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।