চট্টগ্রামে অপহরণের অভিযোগে ৭ বছরের এক শিশুকে তার মায়েসহ গ্রেফতারের ঘটনায় আদালত ও পুলিশের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত শুক্রবার ষোলশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। অভিযোগে বলা হয়, এক নারীর চার বছরের সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পর সাত মাস পর অপহরণের মামলা দায়ের করা হয়। মামলার পরপরই শিশুটি ও তার মাকে আদালতে পাঠানো হয়, যেখানে মাকে কারাগারে এবং শিশুটিকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তবে আদালত সূত্র জানায়, শিশু আইন অনুযায়ী ৯ বছরের কম বয়সী কোনো শিশুকে আসামি করা যায় না। বিষয়টি জানার পর রাষ্ট্রপক্ষ শিশুটির জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি যাচাই-বাছাই করছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেবে।
ঘটনাটি দেশে শিশু অধিকার ও বিচার ব্যবস্থায় প্রয়োগজনিত ত্রুটি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশি প্রশিক্ষণ ও শিশু সুরক্ষা প্রোটোকল আরও শক্তিশালী করা জরুরি।