Web Analytics

বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানরা ইসলামাবাদে বৈঠক করেছেন জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এই বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং অস্ত্র সরবরাহ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর এক মুখপাত্র বিবিসিকে বলেন, এখনো কোনো চুক্তি হয়নি, তবে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং বিস্তারিত আলোচনা হয়েছে।

চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি ৪.৫ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার ইতোমধ্যে মিয়ানমার, আজারবাইজান ও নাইজেরিয়ার মতো দেশ কিনেছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে গিয়ে দেশটির বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবের সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও মহাকাশ খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ পুরনো বিমান রক্ষণাবেক্ষণ, রাডার উন্নয়ন এবং প্রশিক্ষণ সহায়তা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। উভয় পক্ষ এই সফরকে ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের পদক্ষেপ হিসেবে দেখছে।

Card image

Related Threads

logo
No data found yet!