জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন- ‘তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান’। আমরা তার এ কথার ওপর আস্থা রাখতে চাই।" তিনি বলেন, নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না। কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত। তিনি সরকারের অভিভাবক। আমাদের সবার দায়িত্ব তাকে সহযোগিতা করা। আরো বলেন, আমরা বলেছি, সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। এজন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। আমরা নির্বাহী পরিষদের বৈঠক থেকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি।