রাজশাহীতে বিচারকপুত্র হত্যাকাণ্ডের সূত্র পাওয়া গেছে সিলেট থেকে। পুলিশ জানায়, বহিষ্কৃত সেনা সদস্য ইমন ওরফে লিমন দীর্ঘদিন ধরে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হয়রানি ও ব্ল্যাকমেইল করছিলেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে ইমন আর্থিক সহায়তা চাইতে থাকেন। সহায়তা না পেয়ে তিনি হুমকি দেন ও ফেসবুক মেসেঞ্জারে ভয় দেখান। সিলেটের জালালাবাদ থানায় জিডি হলেও মামলা হয়নি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একবার ইমনকে আটক করে পুলিশে দিলেও তিনি জামিনে মুক্ত হন। পরে রাজশাহীতে গিয়ে হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা করছে পুলিশ। আগাম সতর্কতা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।