শুক্রবার ভোরে সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। পুলিশ জানায়, আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপানে ছিল সোহেল। নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ভারতে আছেন বলে স্ট্যাটাস দিলেও দেশে থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন সোহেল। তথ্য প্রযুক্তির মাধ্যমে ভোররাতে সোহেলকে সাভারের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৯টি মামলা রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।