জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি নুরুল হক নুর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার লন্ডন বক্তব্যে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যা বলেছেন, তা দুঃখজনক। আমরা এই প্রশ্নে আপস করবো না।” প্রসঙ্গত, 'প্রধান উপদেষ্টা বলেছিলেন, দেশের নিরাপত্তা, দেশের রাজনীতির নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে।' এদিকে নুর বলেন, জাতীয় সরকার গঠনের প্রস্তাব উপেক্ষার ফলেই আজ বিভাজন তৈরি হয়েছে। তিনি সবাইকে আহ্বান জানান—জুলাইয়ের চেতনাকে বিভক্ত না করে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে।