রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে জানান, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় তার প্রথম বিদেশ সফর করেছেন। এখন আমাদের পালা।' তবে, কখন এই সফর হতে পারে তা নির্দিষ্ট করে করেননি ল্যাভরভ।