Web Analytics

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় সিএনজি অটোরিকশাচালক পাপ্পু শেখ হত্যা মামলার প্রধান আসামি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের দল বুধবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে তাকে আটক করে।

র‍্যাব জানায়, গত ১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইনের কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে বাপ্পারাজ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালায়। তারা পাপ্পু শেখকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়, যার একটি গুলি স্পর্শকাতর স্থানে লেগে পাপ্পু গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং র‍্যাব-১০ পলাতক আসামিদের ধরতে সহায়তা করে।

র‍্যাব জানায়, বাপ্পারাজের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে একই মামলার আরও দুই আসামি ইউসুফ সরদার ও উজ্জল ওরফে কাঞ্চিকে গ্রেপ্তার করা হয়েছিল।

Card image

Related Threads

logo
No data found yet!