জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, যেকোনো জাতীয় নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি নেতা তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতির প্রেক্ষিতে এনসিপির সারোয়ার তুষার বলেন, ভবিষ্যৎ সংসদের ওপর সংস্কারের দায়িত্ব দেয়া যাবে না। নির্বাচন কমিশন পুনর্গঠন ও জুলাই ঘোষণা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। তিনি জানান, এসব বিষয় নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আলোচনার কোনো বাস্তব মূল্য থাকবে না।