বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। নড়াইল জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে তিনি রাষ্ট্র সংস্কার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি আগামী প্রজন্মের জন্য দেশ পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সম্মেলনে জেলা কমিটির নেতৃত্ব নির্বাচনও অনুষ্ঠিত হয়।