বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি জুলুম-নির্যাতন সহ্য করেও কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করেননি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐক্যবদ্ধ ও সাহসী নেতৃত্বের প্রশংসা করেন এবং বর্তমান বিএনপির রাজনীতির প্রতি হতাশা প্রকাশ করেন। জাহিদুল প্রশ্ন তোলেন, তারেক রহমান কি অন্য কারও প্রভাবে দলের নীতি নির্ধারণ করছেন কি না। তিনি অভিযোগ করেন, জামায়াত বিএনপির সঙ্গে সম্পর্ক রক্ষায় ছাড় দিলেও বিএনপি তাচ্ছিল্য দেখিয়েছে। তার মতে, বিএনপি এখন বিভাজনের রাজনীতিতে নিমজ্জিত। তিনি আহ্বান জানান, তারেক রহমান যেন পিতা-মাতার আদর্শ ধারণ করে রাজনীতি করেন। জাহিদুল সতর্ক করেন, জিয়া পরিবারে আদর্শ থেকে বিচ্যুত হলে বিএনপি টিকতে পারবে না। তিনি বলেন, ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও আদর্শ ও আচরণই মানুষকে স্থায়ীভাবে ভালোবাসা বা ঘৃণার পাত্র বানায়।