ভারতের উপকূলরক্ষী বাহিনী আরব সাগরে একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা জব্দ করেছে এবং নৌকায় থাকা নয়জনকে আটক করেছে। গুজরাট ডিফেন্স পিআরও উইং কমান্ডার অভিষেক কুমার তিওয়ারি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ টহল দেওয়ার সময় ভারতের জলসীমার মধ্যে নৌকাটি দেখা যায়। থামতে বললে নৌকাটি দ্রুত পাকিস্তানের জলসীমায় ফিরে যাওয়ার চেষ্টা করে।
উপকূলরক্ষীরা নৌকাটি আটক করে নিয়ে আসে এবং নৌকায় থাকা নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। ঘটনাটি ভারতের জলসীমার মধ্যেই ঘটেছে বলে জানানো হয়। তবে কোথায় এবং কখন ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নৌকাটির উদ্দেশ্য বা তাতে কোনো বিশেষ সামগ্রী ছিল কি না, সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।