শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায় বাড়িয়ে মৃত্যুদণ্ডের দাবিতে করা প্রসিকিউশনের আবেদন আগামী কয়েক দিনের মধ্যেই চেম্বার জজ আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে। বিষয়টি ১১ জানুয়ারি ২০২৬ রোববার নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করে, যেখানে এক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তা পর্যালোচনা করে প্রসিকিউশন সাজা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই আপিল দায়ের করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার এই আপিলের শুনানি চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।