সিরিয়ার আলেপ্পোয় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের কারণে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালাচ্ছে। বুধবার রাতে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের বেশির ভাগই উত্তর-পশ্চিমাঞ্চলের আফরিন উপত্যকার দিকে যাচ্ছে। অনেকেই সেনাবাহিনীর তৈরি মানবিক করিডর দিয়ে পায়ে হেঁটে আলেপ্পো ছাড়ছে, তবে তারা কবে ফিরতে পারবে তা অনিশ্চিত।
বাসিন্দারা জানিয়েছেন, তারা প্রাণ বাঁচাতে শহর ছেড়েছেন। আলেপ্পোর আহমেদ বলেন, তারা সংঘর্ষ থেকে পালিয়ে এসেছেন কিন্তু কোথায় যাবেন জানেন না। ৪১ বছর বয়সী আম্মার রাজি জানান, তিনি ও তার পরিবার ছয় সন্তানসহ দেশত্যাগে বাধ্য হয়েছেন এবং তারা আর ফিরতে পারবেন কি না তা জানেন না।
একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, সংঘর্ষে এখন পর্যন্ত নয়জন নিহত হয়েছেন। পরিস্থিতির কারণে বুধবার আলেপ্পোর স্কুল, বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দরের ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে।