Web Analytics

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। আসামির পক্ষে আইনজীবী নাজনিন নাহার অব্যাহতির আবেদন করেন, আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত ৪ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন।

অভিযোগে বলা হয়, জিয়াউল আহসান ও তার দল ২০১১ সালে গাজীপুর, বরগুনার চরদুয়ানী ও সুন্দরবনের বিভিন্ন এলাকায় বন্দিদের হত্যা করেন। এসব হত্যাকাণ্ড ‘গেস্টাপো’ ও ‘গলফ’ কোড নামে পরিচালিত হতো এবং ‘অপারেশন নিশানখালী’, ‘অপারেশন মরা ভোলা’ ও ‘অপারেশন কটকা’ অভিযানে অন্তত ১০০ জন নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত ২৩ ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

প্রসিকিউশনের আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদনের পর আদালত আজকের দিন আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য নির্ধারণ করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!