চারুকলায় নির্মিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এক বিবৃতিতে বলা হয়, "গণ-অভ্যুত্থানের সফলতা এবং স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের নতুন বছরে স্বৈরাচারের চিহ্নকে মানুষের সামনে আরো একবার পরিচিত করে দিতে এবং জুলাইয়ের শক্তিকে ধারণ করতে শোভাযাত্রার বিভিন্ন চিত্র, ভাস্কর্য, স্লোগান, দেওয়ালচিত্র এবং মোটিফ স্বৈরাচারের দোসরদের চিত্রায়িত করা ছিল জনগণের অন্যতম প্রধান চাওয়া। এখনো দোসরেরা নির্মাণাধীন হাসিনার মুখাবয়বটি পুড়িয়ে দিয়েছে।" বিচারের চাওয়ার পাশাপাশি তারা ঢাবি প্রশাসনের নিরাপত্তার বিষয়ে দায়িত্বহীনতার প্রতিবাদ জানিয়ে চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের সর্বত্র স্বৈরাচারের দোসরমুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো সচেষ্ট থাকারও দাবি জানায়।