Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সোমবার বিকেলে শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’ প্রচারণা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এই প্রচারণার আওতায় বিশেষভাবে সাজানো গাড়িগুলো দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলায় ঘুরে ভোটারদের অংশগ্রহণে উৎসাহিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তারা জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আস্থা ও অংশগ্রহণ বাড়ানো।

বিশ্লেষকদের মতে, ‘ভোটের গাড়ি’ প্রকল্পটি অন্তর্বর্তী সরকারের নির্বাচনী স্বচ্ছতা ও বিশ্বাস পুনর্গঠনের প্রচেষ্টার অংশ। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই প্রচারণা ভোটারদের মধ্যে সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!