ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা আগুন দেয়। রাত ৩টা ৪০ মিনিটের দিকে ভবনের নিচতলার সিঁড়ি কক্ষে আগুন লাগানো হয়, এতে তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে যায়। ভবনের দ্বিতীয় তলায় থাকা কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তা প্রহরীর চিৎকার শুনে দ্রুত নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাখা ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, আগুন সীমিত এলাকায় ছিল বলে বড় ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যাংকের পক্ষ থেকে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাংক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, দোষীদের শনাক্তে সব ধরনের তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।