বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল সাড়ে ৮টার দিকে তার বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তিনি গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন মূলত শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও পারিবারিক দেখভালের জন্য।
ঢাকায় অবস্থানকালে ডা. জুবাইদা রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত এক মাসে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
জুবাইদা রহমানের এই প্রস্থান বিএনপির অভ্যন্তরে খালেদা জিয়ার স্বাস্থ্য ও নেতৃত্ব নিয়ে চলমান উদ্বেগের প্রেক্ষাপটে ঘটেছে। তার লন্ডনে অবস্থানের মেয়াদ বা পরবর্তী সফর সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।