বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। বুধবার ভোর রাত সাড়ে ৪টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা জমে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেলে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।
ঘাট সূত্রে জানা যায়, কুয়াশার কারণে নদীতে দিক নির্ণয় কঠিন হয়ে পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ও দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রায়ই এই নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে, যা দক্ষিণাঞ্চলের যাতায়াত ও পণ্য পরিবহনে প্রভাব ফেলে।