Web Analytics

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কিন্তু সে সব তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা সম্ভব করবে। এরপরে যারা ক্ষমতায় আসবে তখন বিভিন্ন দাবি আসবে, রাজনৈতিক দল সেগুলো নিয়ে সংস্কার করবে। গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন যেন ফ্যাসিবাদের থাবায় নষ্ট না হয়- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সবার মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। সবাই সবার সঙ্গে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমরা জান দিতে প্রস্তুত। আমাদের সংস্কৃতির ঐতিহ্য পদ্মা মেঘনার মতো বহমান, সেটা আমরা বহমানই রাখব। রিজভী বলেন, মানবিক, ন্যায়বিচার দেশে ছিল না, শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছিলেন। আদালতকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!