শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সোমবার হাটহাজারী থানায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। অপরদিকে, জোবরা গ্রামসহ আশেপাশের এলাকায় বহাল রয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সকল বিভাগের পরীক্ষা। পরবর্তী করণীয় নির্ধারণে বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।