রংপুরের কাউনিয়ায় সম্প্রীতি ও ঐক্য সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বচ্ছ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে তরুণ সমাজই পারে। তিনি উত্তরবঙ্গের অবহেলা, যোগাযোগব্যবস্থার দুর্বলতা ও ঈদে ট্রেন বৈষম্য তুলে ধরেন। তিস্তা নদী সমস্যার সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং রাজনৈতিক দলগুলোকে আঞ্চলিক স্বার্থে একত্রে কাজ করার তাগিদ দেন। কাউনিয়ার উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।