ঝিনাইদহে যাদিবপুর বিওপির ওপারে ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের কাছে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে বাংলাদেশে ফেরার পথে তাকে হত্যা করা হয়। সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শনিবার রাতে ১০ থেকে ১২ বাংলাদেশি ভারতে যান। তারা ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ওবাইদুল প্রাণ হারান।