মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় ২০ নভেম্বর পরিচালিত এক অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন বিদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ‘অপ জেম্পুর’ নামে এই অভিযান সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি জোনে পরিচালিত হয়, যেখানে ব্যবসায়িক এলাকা, নির্মাণ সাইট ও সবজি খামার অন্তর্ভুক্ত ছিল। অভিযানে ৫৪৭ জন কর্মকর্তা অংশ নেন। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় অভিযোগের ভিত্তিতে এক মাস আগে এই অভিযান পরিকল্পনা করা হয়েছিল। এলাকাটি কৃষিকাজ ও শহর থেকে দূরত্বের কারণে বিদেশি শ্রমিকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। মোট ১,৮৮৬ জনের কাগজপত্র যাচাই করে ৪৬৮ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে কিছু নকল ওয়ার্ক পাসও পাওয়া যায়। গ্রেফতারকৃতদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, ভারতসহ ১১ দেশের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে এবং সবাইকে কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।